আমাদের মেহেরপুর ডট কম মেহেরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে প্রথম রাউন্ডের সোমবারের খেলায় ভেনাস স্পোটিং ক্লাব ১৫৯ রানের বিশাল ব্যবধানে খোকসা যুব সংঘকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ভেনাস স্পোটিং ক্লাব নির্ধরিত ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে । দলের পক্ষে ইয়ারুল ৯০ও সাইফুল সর্ব্বোচ ৭৮ রান সংগ্রহ করে। বিরতীর পর ২৮২ রানের জয়ের লক্ষে ব্যাট করে নেমে খোকসা যুব সংঘ ২৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করতে সক্ষম হয় । দলের পক্ষে সজিব সর্ব্বোচ ২৪ রান সংগ্রহ করে। বিজয়ী দলের সাইফুল ৭৮ রান ও ৪ উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।