এম জাহিদঃ মেহেরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে প্রথম রাউন্ডের আজকের খেলায় মুজিবনগর শাপলা সেচ্ছাসেবী ক্লাব টুর্নামেন্টের হট ফেভারিট দল বিশ্বাস ক্রীড়া চক্রকে ৩ উইকেটে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিশ্বাস ক্রীড়া চক্র ২৭ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে । দলের পক্ষে প্রকাশ সর্ব্বোচ ২৯ রান সংগ্রহ করে। বিরতীর পর ১৩৩ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে মুজিবনগর শাপলা সেচ্ছাসেবী ক্লাব ২৮ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে জয় তুলে নেয়।দরের পক্ষে মিঠুন সর্ব্বোচ ৩৫ রান সংগ্রহ করে। বিজয়ী দলের লিখন ১৫ রান ও ৪ উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।