আমঝুপি উত্তর পাড়া গন্ধরাজপুর জামে মসজিদে সন্ধায় আমঝুপি রিপোটার্স ক্লাবের সভাপতি ও মুজিব নগর সরকারী ড্রিগ্রী কলেজের প্রভাষক জাহির চঞ্চল‘র মায়ের ১২ তম মৃত্য বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আমঝুপি আলীম মাদ্রসার শিক্ষক ও আমঝুপি দঃ পাড়া জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেন। উক্ত দোয়া মাহফিলে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।