এম জাহিদ ঃ মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের আজকের খেলায় গোলাম রহমান স্মৃতি সংঘ ৩ উইকেটে ইছাখালি অলস্টার ক্লাবকে পরাজিত করে। ।
খেলার প্রথমার্ধে ইছাখালি অলস্টার ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯২ রান করে। দলের পক্ষে রাশেদুল সর্ব্বোচ ৫৩ রান সংগ্রহ করে। বিরতীর পর ১৯৩ রানের জয়ের লক্ষে খেলতে নেমে গোলাম রহমান স্মৃতি সংঘ ২৯ ওভার ২ ৭ উইকেট জয় তুলে নেয়। দলের পক্ষে সুরুজ সর্ব্বোচ ৭ রান করে সংগ্রহ করে। বিজয়ী দলে সুরুজ ৬৭ রান ও ২ উইকেট সংগ্রহ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।