মেহেরপুরে হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গললবার বেলা ১২ টার সময় কমিউনিটি সেন্টারের সামনে থেকে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলু বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, আমঝুপি ইউপি‘র সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নূ সহ আওয়ামী িেলগর নেতা-কর্মীরা মিছিলে অংশ নেয়।