আমাদের মেহেরপুর ডট কমঃ সারা দেশে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাক্ষান করে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে সদর আওয়ামী লীগ ও ছাত্র লীগ। আজ সকাল সাড়ে ১১ টার সময় হোটেল বাজার মোড় থেকে সদর আওয়ামী লীগের সভপতি গোলাম রসুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। জেলা ছাত্র লীগের সভপাতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন সহ ছাত্র লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেয়।