বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালে মেহেরপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল,করেছে ১৮ দলীয় জোটের হরতাল সমর্থকরা। আজ মঙ্গলবার হরতালের ৩য় দিনে জেলা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হরতাল
সমর্থককারীরা । সকাল ৬ টার দিকে সদর উপজেলার মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে রাজনগরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা আঞ্চলিক প্রধান আব্দুল মতিন, নায়েবে আমীর সিরাজুল ইসলাম, জেলা ছাত্র শিবিরে সভাপতি মোঃ সাইফুলও পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা আলহীমের নেতৃতে জামায়াত শিবির হাজার হাজার নেতাকর্মী লাঠি শোঠা নিয়ে টায়ার জ্বালিয়ে সড়কের ওপর শুয়ে পড়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। একদিকে
একই স্থানে মহিলা জামায়াতের কর্মীরাও লাঠি ও ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমীর সিরাজুল ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম। অপর দিকে দিনদত্ত বিজ্রের নিকট শত শত জামায়াত শিবিরের নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় একটি ট্রাকটর ভাংচুর বিক্ষুদ্ধ হরতাল সমর্থকরা । অপরদিকে মেহেরপুর – মুজিবনগর সড়কের বন্দরের মোড়ে জেলা
জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন ও উপজেলা আমীর রুহুল আমিনের, বিএনপি নেতা শাহবুদ্দিন, ও রাজ্জাকের নেতৃত্বে বন্দরের মোড় সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ১৮দলীয় জোটের হরতাল সমর্থকারীরা । এছাড়া কাথুলীর কায়েম কাটার মোড়ে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুলের নেতৃত্বে হরতাল সনমর্থককারীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময়
তার হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এদিকে হরতালের কারনে মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে কোন অভ্যন্তরীন ও দূরপাল্লার যানবহন ছেড়ে যায়নি। সামান্য পরিমাণে ছোট ছোট যান -নছিমন, করিমন, আলগামন, অটোরিক্সা ও ব্যক্তিগত যানবহন চলাচল করছে। এদিকে হরতাল ঘিরে কোন ধরণের নাশকতা এড়াতে জেলা গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।