নয়ন, আমাদের মেহেরপুর ডট কমঃ সোমবার বিকেলে মেহেরপুর থানা আওয়ামীলীগের উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর জামাত-শিবিরের সশস্ত্র হামলার প্রতিবাদ, জামাত ও বিএনপি‘র ডাকা ৩ দিন হরতালের প্রত্যাখান করে হরতাল বিরোধী এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাস স্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল। সমাবেশে বক্তব্য রাখেন শহর আওয়ীলীগ সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম , জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হাজী আশকার আলী, জেলা আওয়মীলীগের সহসভাপতি আওয়ামীলীগ নেতা আঃ মান্নান ছোট, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগ সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা কৃষকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন লিখন, জেলা ছাত্রলীগ সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সাধারন সম্পাদক বারকুল ইসলাম লিখন, মফিজুর রহমান, নিশান সাবের প্রমুখ।