নয়ন, আমাদের মেহেরপুর ডট কমঃ আগামী ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের মুজিবনগর আগমন উপলক্ষে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুজিবগরের কেদারগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মোমিন, যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন (মিলু), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউপি সভাপতি গোলাম মোস্তফা, দারিয়াপুর ইউপি সভাপতি মোয়াজ্জেম হোসেন লাবুল, বাগোয়ান ইউপি সভাপতি আলবিনু মন্ডল, সম্পাদক কুতুবউদ্দীন প্রমুখ। সভায় উপজেলার ৪টি ইউনিয়নের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান সফল করতে হবে বলে বক্তারা সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের হেলিকপ্টার যোগে ঢাকা থেকে মুজিবনগর কমপ্লেক্সে সকাল সাড়ে ১০ টায় পৌছাবেন বলে জানা গেছে। এদিন তিনি মুজিবনগর থানার নতুন ভবনের উদ্ভোধন করবেন। এছাড়া উপজেলা আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে