মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় গাংনী উপজেলা আমির আলহাজ্ব রবিউল ইসলাম মারাত্মক আহত হয়েছে। তিনি বর্তমানে মেহেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে শহরের বড়বাজারের রিপন টাওয়ারে ইসলামী ব্যাংক থেকে কাজ সেরে ব্যাংকে নিচে গাড়ি পাকিং থেকে মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে উপজেলা আমির রবিউল হোসেন মারাত্মক আহত হয় । পথচারীরা রক্তাক্ত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জামায়াতে যুগ্ম সম্পাদক তারকে মাসুদ সাইফুল দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে আহত আমিরের চিকিৎসার খোঁজ খোঁবর নেন।