মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সড়কে ইট বোঝায় স্যালো ইঞ্জিন চালিত পাওয়ারট্রিলার খাদে পড়ে চালক রুহুল আমিন ও ইটভাটার শ্রমিক আলামিন নামের দুই জন নিহত হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, সোমবার দুপুর ২ টার দিকে একটি ইট বোঝায় স্যালো ইঞ্জিন চালিত পাওয়ারট্রিলার মেহেরপুর থেকে হরিরামপুর গ্রামে ইট নিয়ে যাওয়ার পথে বাধের মাঠ নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝায় পাওয়ারটিলারটি পার্শ্ববর্তি গমের ক্ষেতে উল্টে পড়ে। এসময় শ্রমিক আলামিন ও ড্রাইভার রুহুল পাওয়ারট্রিলারের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে আলামিনের মৃত্যু হয়। স্থানীয় কৃষকরা রুহুল আমিন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সদর পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত রুহুল আমিনের বাড়ি সদর উপজেলার আমদহ ও শ্রমিক আলামিন হোসেন একই উপজেলার ইছাখালি গ্রামে।
মেহেরপুর সংবাদ