মেহেরপুরে ওয়ারেন্টের আসামী এক ড্রাইভার আটকের প্রতিবাদে অনির্দিষ্ঠ কালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে । কিন্তু শ্রমিকেরা ধর্মঘট করলেও শ্রমিক নেতারা বলছেন আমরা কর্মবিরতি পালন করছি। ফলে যাত্রী সাধারন পড়েছে চরম দূর্ভোগে। সবজি চাষি এবং পচনশীল কাচামাল ব্যবসায়ীরা ট্রাক বন্ধ থাকায় বিপাকে পড়েছে। আজ শুক্রবার বেলা ১২ টা থেকে জেলার সকল প্রকার যানবাহণ চলাচল বন্ধ করে দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ঢাকাগামি জে আর পরিবহনের ড্রাইভার সাজাহান আলি ফরিদপুরের একটি সড়ক দূর্ঘটনার ওয়ারেন্টের আসামী। আদালত কর্তৃক গেফতারি পরোয়ানা জারি হওয়ায় গতরাতে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় শ্রমিকদের পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া অযোক্তিক।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু বলেন, মেহেরপুরের ওসির অ-সৌজন্যমূলক আচরণ ও ড্রাইভার গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। অবশেষে আসামী শাহাজাহান আলীর বিশেষ আদালত জামিন মঞ্জুর করলে ধর্মঘাট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা ।