দেশ মাতৃকা ও সকল সন্তানের মঙ্গল কামনায় মেহেরপুরে শুরু হয়েছে ৬ দিনব্যাপী শ্রীশ্রী তরকব্রক্ষ মহানম যজ্ঞানুষ্ঠান। রবিবার রাত ১০ টার দিকে কাশারী পাড়ার হরিসভা প্রঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লভ ভট্টাচার্য। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আগামী ২৫ আগষ্ট সকাল থেকে ৩২ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রক্ষ মহানাম সংকীর্তন। ২৯ আগষ্ট শুক্রবার অরুণোদয়ে নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, গোষ্টলীলা মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভূর ভোগ মহোৎসব মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হবে। এছাড়াও হরিসভার প্রাঙ্গনের সামনে বসেছে মেলা। সেখানে দোকানীরা বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছে।
মেহেরপুর সংবাদ