আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরে শিল্প সাহিত্য সাংস্কৃতিক ও জ্ঞান জিজ্ঞাসার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ তিনটি প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রদান করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪ টার সময় শিল্পকলা একাডেমি মিলানায়তনে জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় তিনটি বিদ্যালয়কে কম্পিউটার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।