মেহেরপুরে রাজাকার কে মুক্তিযোদ্ধা দেখানো মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি জব্দ করেছে প্রশাসন

মেহেরপুরে রাজাকার কে মুক্তিযোদ্ধা দেখানো মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি জব্দ করেছে প্রশাসন

OLYMPUS DIGITAL CAMERA আমাদের মেহেরপুর ডট কম        মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস প্রণয়নের জন্য বাংলা একাডেমীর মনোনীত গবেষক রফিকুর রশীদ রিজভীর রচিত মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থে রাজাকারদের মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করার মেহেরপুর বইমেলা থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস টি বই জব্দ করেছে এনডিসি জাহাঙ্গীর আলম। মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’গ্রন্থটিতে মেহেরপুরের তালিকাভূক্ত রাজাকারদের মধ্যে অন্যতম রাজাকার সদর থানার ফতেপুর গ্রামের আব্দুল গনিকে বুড়িপোতা ইউনিয়নের সংগ্রাম কমিটির অন্যতম নেতা হিসাবে এবং অনেক রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে । বই মেলায় আগত দর্শকরা বইটিতে তাকে সংগ্রাম কমিটির নেতা উল্লেখ করায় প্রতিবাদে ফেটে পড়ে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রজন্ম মুজিবনগরের নবজাগরণ মঞ্চ থেকেও প্রতিবাদ জানায় তরুণ প্রজন্মরা। স্থানীয় জনতা বইটি বাজেয়াপ্ত করার দাবী জানালে জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জাহাঙ্গীর আলম এসে বইমেলার বুড়িপোতা ইউনিয়নের স্টল থেকে এবং শহরের বিভিন্ন বইয়ের দোকান থেকে বইটি ক্লোজ করে নেন। প্রজম্ম মুজিবনগরের নেতৃবৃন্দ অবিলম্বে বইটির বিক্রয় ও প্রকাশনা নিষিদ্ধ সহ লেখক রফিকুর রশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ গ্রন্থের লেখক রফিকুর রশিদ জানান বইয়ে অনেক ভুল থাকতে পারে। তথ্য সরবরাহকারীরা তথ্য ভূল দেবার কারণেই এমন হয়েছে। তবে অনেকেই জানিয়েছেন গাংনী ডিগ্রি কলেজের অধ্যাপক রফিকুর রশীদ রিজভীর খাম খেয়ালীপনার কারনে এমন টি ঘটেছে।

মেহেরপুর সংবাদ