মেহেরপুরে মেধাবী সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি গ্রাহকের আমানতের টাকা নিয়ে প্রতারনা করায় সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা

মেহেরপুরে মেধাবী সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি গ্রাহকের আমানতের টাকা নিয়ে প্রতারনা করায় সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা

imgres  আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দীতে অবস্থিত মেধাবী সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তার সংস্থার আমানত দাতা লিলি খাতুনের কাছ থেকে দেড় লক্ষ টাকা জমা নিয়ে দীর্ঘদিন প্রতারনা করে ফেরত না দিলে আদালতে একটি প্রতারনার মামলা হয়েছে, যার নং সি.আর- ৭৪/১২। আদালত মামলাটি গ্রহন করে চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়েছে। মামলার বিবরণে জানা গেছে কাজীপুর সাহেবনগর গ্রামের মোস্তফার স্ত্রী লিলি খাতুন ২২/০৪/১২ তারিখে মেধাবী সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের বাওট শাখায় চলতি হিসাব নং ১৪/১২(এম.এফ.বি) তে মাসিক কিস্তিতে দেড় লক্ষ টাকা জমা রাখে। সর্বশেষ ০১/০৩/২০১৩ তারিখে হিসাব নিকাশ শেষে আসামীর নিজ হাতে স্বাক্ষরিত রশিদ নং ০৭, তারিখ- ০১/০১/১৩ তারিখে লিলি খাতুনের অনুকূলে চেকটি প্রদান করে। উক্ত চেক তার সংস্থায় বারবার টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার হয়রানী করে টাকা ফেরত না দিয়ে টালবাহানা করে আসছে। এই ঘটনায় গত ২৪/০২/১৩ তারিখে সকালে লিলি খাতুন মেধাবীর চেয়ারম্যানের কাছে টাকা ফেরত নিতে গেলে তাকে বিভিন্ন ভাবে হুমকী দিতে থাকে। এ ঘটনায় চেয়ারম্যান মনিরুলের বিরুদ্ধে সাধারণ মানুষদের হয়রানী মূলক কর্মকান্ড, বিশ্বাসভঙ্গ, প্রতারনা ও জালিয়াতী কায়দায় টাকা আত্মসাৎ করে আসায় সুবিচার চেয়ে আদালতে মামলা করেছে।
মেহেরপুর সংবাদ