মেহেরপুরে মহান মে দিবস’২০১৩ পালিত

মেহেরপুরে মহান মে দিবস’২০১৩ পালিত

p-445নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ কর্মপরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ মহান মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শ্রম ও কর্মসং¯’ান মন্ত্রণালয় ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করছে।
১৮৮৭ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। “নিরাপদ কর্ম পরিবেশ, এই শ্লোগান নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আর্ন্তজাতিক মহান মে দিবস’২০১৩। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৮ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হেসেনের নেতৃত্বে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন। এছাড়া মুজিবনগর ও গাংনীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোসভায় শ্রমিকদের দাবী নিয়ে কথা বলেন শ্রমিক নেতারা।
মেহেরপুর সংবাদ