আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর রাজাপুর গ্রামে আনন্দ মেলা অবশেষে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেলার আয়োজক আঃ রাজ্জাককে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর শহরের উপকন্ঠে রাজাপুর গ্রামে আনন্দ মেলার নামে জুয়া নগ্ন নিত্য পরিবেশনের অভিযোগের ভিত্তিতে ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। মেহেরপুরের এনডিসি হুমায়ন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের তাৎক্ষনিক মেলা বন্ধ করে মেলার আয়োজক আঃ রাজ্জাককে আটক করে। ভ্রাম্যমান আদালেতের ম্যাজিস্ট্রেট এনডিসি হুমায়ন কবির বলেন, মেহেরপুর জেলা প্রশাসনের নির্দেশে রাজাপুর মাঠে মেলা চলছে কিনা তা তদন্তে যায় ভ্রাম্যমান আদালত। মেলা চলছে দেখে মেলা বন্ধ করে দিয়ে মেলার আয়োজক আঃ রাজ্জাককে নিয়ে আসা হয়েছে। আয়োজক আঃ রাজ্জাক বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে ১০ দিনের অনুমোদন নিয়ে প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলার মেয়াদ শেষ হয়ে গেলে আবারও মেলার অনুমোদন বাড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন, এখন মেলা মানেই খোলা মেলা। আর এ খোলা মেলার ভাগ মেহেরপুরের প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিসহ সবারই আছে। রাতেই আয়োজক আঃ রাজ্জাক জেলা প্রশাসনকে মেলা বন্ধ রাখার অঙ্গীকারে মুচলেকা দিয়ে ছাড়া পায়। উল্লেখ্য গত ১৫ দিন ধরে মেহেরপুর রাজাপুর মাঠে পুলিশ পাহারায় এ মেলার নামে নগ্ন নিত্য সহ বিভিন্ন প্রকার জুয়ার আসর বসানো হয়ে ছিল।