আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর পৌর মেয়র ও জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে বোমা হামলার পলাতক আসামী পাভেল কে আটক করেছে পুলিশ। গতশনিবার রাত ১০ টারদিকে বাড়াদী বাজার থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি মোঃ রিয়াজুল ইসলাম জানান, গত ৬ জুলাই মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু ও জেলা ছাত্রলীগের সভাপতি রুপকের বাড়িতে বোমা হামলার পলাতক আসামী পাভেল জেআর পরিবহনের একটি বাসে ঢাকা যাচ্ছে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাভেল কে আটক করা হয়। এদিকে পাভেলের স্বীকারোক্তি মোতাবেক রবিবার দুপুরে মেহেরপুর শহরের নতূন পাড়া থেকে একটি এলজি শার্টারগান,এক রাউন্ড গুলি ও বোমা তৈরির সরাঞ্জম সহ সদর উপজেলার বারাদি গ্রামের সন্ত্রাসী প্লাবন ও বামনপাড়ার লিখন কে আটক করা হয়।