মেহেরপুরে বোমা বিষ্ফোরন আহত ১ । ৫ টি বোমা উদ্ধার

মেহেরপুরে বোমা বিষ্ফোরন আহত ১ । ৫ টি বোমা উদ্ধার

OLYMPUS DIGITAL CAMERAফারুক আহমেদ, আমাদের মেহেরপুর  ডট কমঃ

মেহেরপুর শহরের কাথূলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভাংড়ি দোকানে বোমা বিষ্ফোরনে বাকিরুল ইসলাম নামের এক টোকাই আহত হয়েছে। ভাঙড়ির দোকানের সামনে থেকে আরো ৫ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সদর থানা পুলিশ দোকান মালিক আব্দুল মান্নান কে আটক করেছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর সদরের কাথুলি বাসষ্টান্ডের পার্শে একটি ভাঙড়ির দোকানে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় বাকিরুল ইসলাম নামের এক টোকাই কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ওই ভাঙড়ির দোকানের সামনে থেকে লালটেপ মোড়ানো ৫ টি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করে। এদিকে আহত বাকীরুল ইসলাম জানান,প্রতিদিনের ন্যায় শহরের বিভিন্ন স্থান থেকে উচ্ছিষ্ট মালামাল কুড়িয়ে ভাঙড়ির দোকানে বিক্রি করে থাকি। আজ সন্ধ্যার দিকে সদর থানার পাশ থেকে টেপ মোড়ানো কৌটা গুলো কুড়িয়ে নিয়ে এসে বস্তা থেকে এগুলো বের করার সময় হঠাৎ একটি বোমার বিস্ফোরণ ঘটে। এদিকে মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসপি মোফাজ্জল হোসেন জানান, থানার পাশ থেকে বোমাগুলো কুড়িয়ে পাওয়া ও ভাঙড়ির দোকানো বোমা বিস্ফোরণ রহস্যজনক ঘটনা। এটি তদন্ত করে রহস্য জানা যাবে। আহত বাকিরুল সদর উপজেলার বাড়াদী গুচ্ছ গ্রামের আরজ আলীর ছেলে।মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাপস কুমার জানান,আহত বাকীরুল ইসলামের ডান হাতে ৫টি সেলাই করা হয়েছে। এছাড়া স্প্রীন্টারের আঘাতে তার কানসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত ।

মেহেরপুর সংবাদ