খামার শ্রমিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বিএডিসি মেহেরপুর বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্রের শ্রমিকরা। রোববার সকাল সাড়ে দশটার দিকে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মধ্যে এ কর্মসুচী পালন করা হয়। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৫ দিন ব্যাপি এ কর্মসুচী পাল করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ। মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক লীগ সভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে এ কর্মসুচী পালন করা হয়। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারন সম্পাদক সালা উদ্দীন, শ্িিরমক নেতা মোশারফ হোসেন, লুৎফর রহমান, হাশেম আলী ও ইয়াকুব আলী