আমাদের মেহেরপুর ডট কমঃ গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলার সদর ,গাংনী ও মুজিবনগর থানা পুলিশ আভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থানথেকে ১০ আসামীকে আটক করেছ। পুলিশ কন্ট্রোলরুম সুত্রে জানাযায়, আটককৃত আসামীদের মধ্যে জিআর মামলার ৭ জন, সিআর মামলার ১জনও অন্যান্য মামলার ২জন রয়েছে। আটক আসামীদের আজবৃহষ্পতিবার আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।