মেহেরপুরে বিপুল পরিমান মাদক দ্রব ধ্বংস

মেহেরপুরে বিপুল পরিমান মাদক দ্রব ধ্বংস

PICT-3

ফারুক আহমেদ,মেহেরপুর ঃ মাদক পরিহার করুন স্বাস্থ্য নিয়ে ভাবুন” এই স্লোগান কে সামনে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত বর্তি গ্রাম শালিকা স্কুল মাঠে মাদক দ্রবোর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী সভা ও মাদক ধ্বংসকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৩২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে:কর্নেল কাজি আরমান হোসেন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩২ ব্যাটালিয়ান বডার গার্ড মিরপুর সেক্টরের সেক্টর কমান্ডার পিএসসি কর্নেল মোঃ ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়াম্যান আলাউদ্দিন, র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রাব্বানী শেখ,মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজনীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যজিষ্টেট আলমগীর হোসেনসহ আলোচনা সভায় স্থানিয় গ্রামবাসী ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০১২ সালে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত থেকে আটককৃত ৪ হাজার বোতল ফেন্সিডিল, মদ ও ১ মন গাজাঁ ধবংস করে। ধবংসকৃত মাদক দ্রবোর আনুমানিক মূল্য ২২ লক্ষ ৪৩ হাজার ১২৫টাকা বলে জানান বিজিবি।

মেহেরপুর সংবাদ