আমাদের মেহেরপুর ডট কম ঃ ৩২ বিজিবি’র সদস্যরা মেহেরপুর জেলার সদর উপজেলার বাজিতপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩৫বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল বিদেশী মদসহ মোঃ তারিকুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। সে মেহেরপুর সদরের গোভিপুর গ্রামের হযরত আলীর ছেলে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৪৪ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
৩২ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর লুৎফুল করিম জানান, মেহেরপুর জেলার সদর উপজেলার বাজিতপুর গ্রামের উত্তর পার্শ্বে আম বাগানের পাশ দিয়ে চোরাচালানীরা মাদক পাচার করার সময় বিজিবি’র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে অন্যান্য চোরাচালানীরা পালিয়ে গেলেও ফেন্সিডিল ও মদসহ ধরা পড়ে তরিকুল। আটককৃত তরিকুলকে মাদকদ্রব্যসহ মেহেরপুর থানায় সোর্পদ করা হয়েছে।