এম জাহিদ ঃ গতকাল মেহেরপুর বিএনপি‘র নেতৃবৃন্দ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর , সুবিতপুর, সহ বিভিন্ন একালায় গনসংযোগ করেন । গণসংযোগকালে জেলা জেলা বি এনপি‘র যুগ্ম আববায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আনসারুল হক স্থানীয় নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন বর্তমান সরকারের জুলুম নির্যাতন গুম ও হত্যার বিরুদ্ধে সোচ্চার আনন্দোলন গড়ে তুলতে হবে। নির্দলীয় নিরেপক্ষ তত্তাবোধয়ক সরকারের অধীন ছাড়া অবাধ ও সষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসময় আরোও জাতীয়তাবাদী তরুন দলের খুলনা বিভাগীয় আহবায়ক কাজী মিজান,ছাত্রদলের সভাপতি মোস্তাকিম, পৌর যুবদলের সহ-সভাপতি লাবলু, দপ্তর সম্পাদক আনিচুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন লিল্টু, মেহেরপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী তরুন দলের যুগ্ম আহবায়াক ও জেলা তরুণদলের আহবায়ক কাজী মিজান প্রমুখ