মেহেরপুরে বিএনপির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার বেলা সাড়ে এগারটার সময় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা আলমগীর খান ছাতু, বিজেপি সভাপতি শেখ সাইদ আহাম্মেদ প্রমুখ। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস জানান দলিয় অফিস থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশের অনুমতি না পাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।