নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ জেলা বিএনপি‘র শাহাজীপাড়াস্থ কার্যালয়ের থেকে বেলা আজ ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনছারুল হকের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, গণহত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি‘র সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ আহমেদ জেলা জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের সাধারন সম্পাদক মকলেচুর রহমান স্বপন, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, সদর থানা যুবদলের সহসভাপতি নূর তাজুল ,রাশিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান খান, জেলা তরুন দলের আহবায়ক কাজী মিজান,মুজিবনগর থানা যুব দলের সাধারন সম্পাদক আসাদুল হক, সদর থানা তৃণমূল দলের সভাপতি ওমর ফারুক লিটন, জেলা ছাত্রদলে সভাপতি মুস্তাকিম, সিনিয়র সহ সভাপতি আলমগীর ইকবাল, যুবদল নেতা মাহিনুর ইসলাম বাবু, প্রমুখ। অপর দিকে বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, গণহত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সকাল সাড়ে দশটার সময় সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যা বন্ধের দাবী জানান।