বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন খামার শ্রমিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধি, সপ্তাহে দইদিন স্ব বেতনে ছুটি প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করন ও মাতৃত্ব কালীন ছুটি বৃদ্ধি সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ করেছে বিএডিসি মেহেরপুর বারাদী বীজ উৎপাদন খামারের শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে খামার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বারাদি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরাদী বীজ উৎপাদন খামার শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু বক্কর , সহ-সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক মিলন, শ্রমিক নেতা মিনাজ উদ্দিন, আকবর আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন ঘোষিত ৫ দিনের কর্মসুচীর অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসুচী পালন করছেন শ্রমিক