মেহেরপুরের সদর উপজেলার বাজিতপুর গ্রামের রাস্তা থেকে ২ বোতল ফেন্সডিল ও ভারতীয় ডাইং মোটরসাইকেলসহ দ্মুাদকসেবীকে আটক করেছে বাজিতপুর ক্যাম্প বিজিবি। আটককৃতরা হলেন,শহরের মল্লিক পাড়ার আব্দুল লতিবের ছেলে মিনারুল ও আবুল কাশেমের ছেলে খায়রুল।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাজিতপুর ক্যাম্প ইনচার্জ নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাজিতপুর সড়কে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটিকে থামিয়ে চালক ও আরোহীর দেহ তল্লাশী করে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল সহ তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।