৮ম বেতন স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখা সহ ৬-দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটি। আজ দুপুর ১২ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান ও যুগ্ন আহ্বায়ক মেহেরপুর সরকারি কলেজের সহয অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। মানববন্ধনে বক্তরা বলেন, তাদের এ আন্দলন সরকারের বিপক্ষে নয়। সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা কিছু কুচক্রি মহল সরকারের উন্নয়ন ম্লান করে দেবার লক্ষে নানা সড়যন্ত্রে লিপ্ত আছে। এ ধরনের সিদ্ধান্ত তারই একটি অংশ। মানববন্ধনে জেলার প্রথম শ্রেণী কমকর্তা ও নন ক্যাডার এবং ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।