মেহেরপুর পাবলিক লাইব্রেরীর নির্বাচন অনুষ্ঠানের জন্য ৪৮ জন সদস্য নবায়ন করেছে। ৫৯ জন আজীবন সদস্য সহ নবায়নকৃত ৪৮ জন, মোট ১০৭ জন সদস্য সমন্বয়ে আগামী ২৩ অক্টোবর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার রাত ৮.০০ টা পর্যন্ত নতুন সদস্যদের নবায়নের সুযোগ দেয়া হয়। ১০টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুর সদর ও মেয়র মেহেরপুর পৌরসভা পদাধিকার বলে সহ-সভাপতি আছেন।