ফারুখ আহম্মেদ আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর সদর উপজেলার বাড়াদী গ্রামে পর্যটকবাহী বাস উল্টে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান,শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ থেকে মুজিবনগরে ভ্রমনে আসা পর্যটকবাহী বাস বাড়াদী গ্রামে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় সুজন,মুকুল,রিক্তা,লিপি,হামিদ সহ ১৫ শিক্ষার্থী আহত হয়। আহত সুজন জানান,ঝিনাইদহের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা মুজিবনগর সৃতি কমপ্লেক্্র দেখতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।