মেহেরপুর প্রতিনিধি (০৪/০৬/১৫) ঃ
সারাদেশের মত মেহেরপুরেও বইছে তাপদাহ। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণীকুল। জনজীবন ওষ্টাগত। তাইতো একটু স্বস্তি দিতে পথচারীদের শরবত পান করানোর এক ব্যতিক্রম কার্যক্রম গ্রহণ করেছে মেহেরপুরের সবুজ ছায়া নামের একটি সামাজিক সংগঠন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গড়পাড়া মোড়ে সংগঠনের কর্মীবৃন্দ শরবত বিতরণ করেন। এসময় পথচারী নারী শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী তৃষ্ণার্ত মানুষ শরবত পান করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ ছায়ার আহবায়ক মঞ্জুরুল হাসান টুটুল, সদস্য বিদ্যুত, নোমান প্রমুখ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ দুপুর বারটার দিকে এ অঞ্চলে ৩৫ দশমিক ৫ ডিগ্রী তামপাত্রা রেকর্ড করেছে।