মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মুল্যবোধ ও আচরণ অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক’ এই বিষয়কে সামনে রেখে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সোমাবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে এ মানব বন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা অংশ গ্রহন করেন। মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেরা প্রশাসক হেমায়েত হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম সদর উপজেলা অস্থায়ী চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, মেহেরপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক-উল আলম ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সরকারী কর্মকর্তাবৃন্দ।