ডিপ্লে¬ামা শিক্ষার্থীদের চাকুরিতে যোগদানের সময় প্রকৌশলী পদমর্যাদা প্রদান সহ ২ দফা দাবি আদায়ের লক্ষে দ্বিতীয় দিনের মত সারা দেশের ন্যায় পরীক্ষা বর্জন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। সোমবার বেলা ১০টার সময় মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে কারিগরি বোর্ডের অধীনে দ্বিতীয় ও চতুর্থ সেমিষ্টারের পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও একটি মিছিল বের করে তারা। পরে কিছুক্ষনের জন্য কলেজ মোড়ে রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করে।
মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, দ্বিতীয় ও চতুর্থ সেমিষ্টারের ১৭০ জন পরীক্ষার্থীর পর্ব সমাপনি পরীক্ষার সমস্ত প্রস্তুতি রয়েছে তবে কোন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়নি।
মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, বোর্ডের নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।