মেহেরপুরে দৈনিক সমকালের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মেহেরপুরে দৈনিক সমকালের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।



OLYMPUS DIGITAL CAMERAআমাদের মেহেরপুর ডট কমঃ তোমার কোলে জনম আামার তোমার কোলে মরণ এ শোল্গানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় দৈনিক সমকালের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শহরের বড়বাজার থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে দিগন্ত টিভি ও নয়াদিগন্তের প্রতিনিধি ওয়াজেদুল হক যেদু, সমকাল ও ইটিভি প্রতিনিধি ফারুখ হোসেন, বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, মানবজমিন ও বৈশাখী টিভি প্রতিনিধি রাশেদুজ্জামান, এস এ টিভি প্রতিনিধি মন্টু ,রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাক সুমন, আনন্দোলনের বাজার ও দেশের বাণীর প্রতিনিধি মেহের আমজাদ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আকতারুজ্জামান, অনলাইন আমাদের মেহেরপুর ডট কম বার্তা সম্পাদক ও আমাদের সংবাদের প্রতিনিধি এম জাহিদ সহ জেলার সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর সংবাদ