মেহেরপুরে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে জেল হত্য দিবস। আজ ৩রা নভেম্বর রবিবার জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ। সকাল সাড়ে ৯টার সময় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাপল্য অর্পন, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এর পর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল হালিম, শহর সম্পাদক আক্কাস আলী, যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম সহ, মুজিবনগর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চান্দু, শহর যুবলীগের সভাতি শেখ কামাল। পরে সেখানে ৪ নেতার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আওয়ামীলীগের নেতা-কর্মীরা সভা ও দোয়া মহফিলে অংশ গ্রহন করেন।