মেহেরপুরে জেলেদের নিবন্ধন ও পরিচয় প্রদান বিষয়ক মতবিনিময় সভা।

মেহেরপুরে জেলেদের নিবন্ধন ও পরিচয় প্রদান বিষয়ক মতবিনিময় সভা।

OLYMPUS DIGITAL CAMERAআমাদের মেহেরপুর ডট কম ঃ সকল জেলেই মৎসজীবি কিন্তু সকল মৎসজীবি জেলে নয় এ শ্লোগানকে সামনে সামনে রেখে মৎস অধিদপ্তর মেহেরপুর সদর কর্তক আয়োজিত ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় পরিষদের হল রুমে জেলেদের নিবন্ধন ও পরিচয় প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সোমবার সকাল ১০ টায় আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা বজলূর রশিদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম । মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন. এপ্রকে ল্পর মাধ্যেমে প্রকৃত জেলের তথ্য সংগ্রহ করে তা নিবন্ধন , ও পরিচয় পত্র প্রদান করা হবে খুব ুশীঘ্রই এ প্রকল্পের কাজ শরু হবে আর এজন্য তিনি নির্বাচিত জনপ্রতিনিধি মৎজীবি ও জেলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরেও বক্তব্য রাখেন সাংবাদিক মামুন-উর রশিদ, জেলা জামায়াতের সনায়েবে আমীর সিরাজুল হক, সমাজসেবক আকতার হোসেন , সুরাত অলি, ইউপি সদস্য আকতার হোসেন জেলে শ্রী চন্ডিচরণ হালদার , শ্রী গুরুদাস হালদার প্রমুখ।মতবিনিময় সভাটি সঞ্চালন করেন সহকারী মৎস কর্মকতা মীর জাকির হোসেন টিপু।
মেহেরপুর সংবাদ