শুক্রবার বিকেলে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলানায়তনে মেহেরপুরে জেলা যুব লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা যুব লীগের সভাপতি সাজ্জাদুল আনাম। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সাংগাঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের কৃষি বিষায়ক সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক নিশান সাবের, সোহেল আহম্মেদ, মাসুদ খান লিঙ্কন, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সহ-সাংগাঠনিক সম্পাদক মাফিজুরর রহমান মাহাবুব, সদর থানা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর থানা যুব লীগের সাধারণ সম্পাদক আল-মামুন, গাংনী থানা যুব লীগের সভাপতি মোশারফ হোসেন, মুজিবনগর যুব লীগের সভাপতি কামরুল হাসা চান্দু, শহর যুব লীগের সভাপতি শেখ কামাল, শহর যুব লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুব লীগ নেতা আশনুর রহমান গোপাল, শহিদুজ্জামান সুইট সহ জেলা যুব লীগের নেতা-কর্মীরা এ প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে নিজেদের মধ্যে দলিয় কোন্দল ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।