মেহেরপুর অফিস
আজ মেহেরপুরে জেলা ইউনিয়ন পরিষ চেয়ারম্যান ফোরামের উদ্যগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদমর্যদা ,ভাতা বৃদ্ধি ও ইউনিয়ন পরিষদের স্বার্থ ও সংবিধান পরিপন্থি পরিপত্র বাতিল ,টি আর ,কাবিখা এডিপি সকলপ্রকার হস্তক্ষেপ বন্ধ এবং ইউনিয়ন ভূমি অফিস করের এক ভাগ দেওয়া সহ সকলপ্রকার হস্তক্ষেপ বন্ধ সহ ৮ দফা দাবী আদায় এর লক্ষ্যে সদর উপজেলা নিবার্হী অফিসারের নিকট শ্মারক লিপি প্রদান করেন ফোরামের সভাপতি আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম ও সাধারন সম্পাদক পিরোজপুর ইউনিঢন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম । এ সময় উপসিথত ছিলেন জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের বিভিন্ন চেয়ারম্যানগন ।