মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকার গুচ্ছগ্রাম থেকে জাল টাকা সহ রাজিব নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার নিকট থেকে ১৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। আটক রাজিব ওই গ্রামের খোদা বক্সের ছেলে। ডি্িব পুলিশের এস আই রব্উিল ইসলাম মনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাড়িবাকার গুচ্ছ গ্রামে বাজিবের বাড়িতে অভিযান চালিয়ে ২৬ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে তাকে আটক করা হয়। আটক রাজিবেরর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।