আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মুজিবনগর উপজেলায় ২জন গাংনী ৫ জন ,সদর উপজেলায় ৩ জন । গ্রেফতারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের জামায়াতকর্মী মহির উদ্দীন (৪০) ও আব্দুর রউফ (৩৩) সদর উপজেলার দফরপুর গ্রামের সাহেদ আহম্মেদ (২৪), শেখপাড়া গ্রামের মহিবুল ইসলাম মামুন (২৮) ও জামাতকর্মী সোহরাব হোসেন (৪৫)। গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের শিবির কর্মী আল ইমরান (২২), বাবুল হোসেন (২৩), জামায়াতকর্মী আমিরুল ইসলাম (৩৮), চাঁদপুর গ্রামের শিবিরকর্মী ইসরাইল হোসেন (৩২) ও ইব্রাহিম হোসেন (৩২),
মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান গত ২৮শে ফেব্রয়ারী জামাত-শিবিরের মিছিল থেকে দোকান ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় এদেরকে গ্রেফতার করা হয়েছে ।