মেহেরপুরে জামায়াতের আধাবেলা হরতাল  পালিত

মেহেরপুরে জামায়াতের আধাবেলা হরতাল পালিত

Meherpur Hortal Pic.অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেহেরপুর জেলায় জামায়াতে ইসলামী ডাকা আধাবেলা হরতাল শেষ হয়েছে। আইন শৃংখলা বাহিনীর শক্ত অবস্থানের কারনে ব্যাপকভাবে পিকেটিং করতে পারেনি জামায়াত-শিবির। রবিবার হরতালের শুরুতেই সকাল সাড়ে ৬টায় দিকে আলমপুরে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে11111 ইসলামী ছাত্রশিবির। এর আগের হরতালগুলোতে যে সড়ক গুলোতে অবরোধ হয়েছিল সেখানে এবার ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে রাজনগর, আমঝুপি ও মেহেরপুর থেকে মুজিবনগর শহরে প্রবেশদ্বার অন্যতম। এছাড়াও শহরের বিভিন্ন অলিগলি, সড়ক ও গুরুত্বপুর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মোতায়েন করা হয়েছিল ৩ প্লাটুন বিজিবি সদস্য। র‌্যাবের টহলও ছিল। আন্তঃজেলা ও দুর পাল্লার কোন বাস চলাচল না করলেও ছোট ছোট যানবাহন (নছিমন, করিমন, অটো) চলাচল করেছে। তবে শান্তিুপুর্ণভাবেই শেষ হয়েছে জামায়াতের ডাকা আধাবেলা হরতাল।
উল্লেখ্য, বৃহস্পতিবার হরতাল চলাকালে মুজিবনগরের গৌরিনগরে পুলিশের গুলিতে শিবির কর্মী নিহতের প্রতিবাদ এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজ উদ্দীন খানসহ আটক নেতাদের মুক্তির দাবিতে জেলা জামায়াত এ হরতালের ডাক দেয়।
মেহেরপুর সংবাদ