নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ বৃহষ্পতিবার সন্ধার সময় মেহেরপুরে জামাত শিবিরের হামলায় শতাধিক দোকান ও যানবহন ভাংচুরের ঘটনায় আজ পুলিশ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। আজ বলো ২ টার সময় মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবাল হোসেন বাদী হয়ে মেহেরপুর জেলা আমির হাজী ছমিরউদ্দিনকে প্রধান আসামী ও আটক পৌর আমির মাহবুব আলমকে ২ নং ও জামাত শিবিরের আনুমানিক ৩ শত থেকে ৪ শত জনকে আসামী করে মামলা করেন।