নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে জামাত শিবিরের সশস্ত্র হামলায় শহরবাসী সহ জেলাবাসী আতংকিত ঘটনায় আইন শৃংলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রসাশক দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আশকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী গোলাম রসুল, মেহেরপুর-২ আসনের সাবকে সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, শহর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম সহ উপজেলা চেয়ারম্যানগণ, সরকারী কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা সহ সাংবাদিকরা বক্তব্য রাখেন। আইন শৃংখলা মিটিং থেকে জানা যায়, জামাত শিবিরের নগ্ন হামলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে র্যাব-পুলিশের পাশাপাশি জেলায় বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করবে।