মেহেরপুরে জাতীয় তামাক মুক্ত দিবস পালিত

মেহেরপুরে জাতীয় তামাক মুক্ত দিবস পালিত

Tobacco-1 (1)-মেহেরপুর বাস স্ট্যান্ড চত্বরে বুধবার সকালে জেলার বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের আয়োজনে জাতীয় তামাক মুক্ত দিবস পালনের লক্ষে মানব বন্ধন ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
তামাক নিয়ন্ত্রণ আইন জানি, আইন মানি ও সংশোধিত আইনের বিধি প্রনয়নের দাবিতে তামাক বিরিাধী সংগঠন এইড, সুবাহ্, আশ্রয়, স্বদেশ, এসপিএইচআর, হর্কাস ফেডারেশন ও তামাক বিরোধী জোটের আয়োজনে মানব বন্ধন ও লিফলেট ক্যাম্পেইনে বাংলাদেশ তামাক বিরোধী জোট মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন উল আলম বুলবুল এর নেতৃত্বে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ হাসেম আলী, আশ্রয় সমাজ উন্ন্য়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিক, মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু নাছের স¤্রাট, এসপিএইচ আর এর নির্বাহী পরিচালক আবু আবিদ টুটুল, হর্কাস ফেডারেশনের সভাপতি মামলত হোসেন, পল্লী জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, জেলা মাইক্রোবাস চালক সমিতির সভাপতি রতন মিয়া। বক্তারা বলেন পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধূমপান হ্রাস পেয়েছে, আইনটি কার্যকর করতে সংশোধীত আইন এর দ্রুত বিধি প্রনয়নের দাবী জানান। মানব বন্ধন ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠানের র্সাবিকপরিচালনা করেন এইড এর প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ-দৌলা।
মেহেরপুর সংবাদ