ছাত্রলীগের নেতা-কর্মীদের পুলিশি হয়রানির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। শনিবার বিকেল সাড়ে ৫টার সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপকের নেতৃত্ব হোটেল বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ছাত্র লীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক। প্রধন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বারেকুল ইসলাম লিজন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, শহর ছাত্র লীগের সভাপতি মাহাফুজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক শোভন, কলেজ ছাত্র লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল, গাংনী উপজেলা ছাত্র লীগের সভাপতি সেন্টু ও সাধারণ সম্পাদক বিপ্লব।