আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর নতুনগ্রামে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জিয়াউর রহমান জিয়া (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে জিয়াকে গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। জিয়াউর রহমান আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। সে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতের দিকে চকশ্যামনগর নতুনগ্রামের ফিরাতুল ইসলামের বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ীর লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে আহত হন গৃহকর্তা ফিরাতুল ইসলাম। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারে ও বোমার শব্দ শুনে গ্রামের মানুষ প্রতিরোধ গড়ে তোলে। এর মধ্যে ডাকাত সর্দার জিয়াউর রহমান পার্শ্ববর্তী একটি কলা বাগানে লুকিয়ে থাকে এবং অন্যরা পালাতে সক্ষম হয়। গ্রামের লোকজন গ্রাম ও মাঠ ঘেরাও করে তল্লাসী শুরু করে। এক পর্যায়ে বাগানের ভিতর ডাকাত সর্দার জিয়াকে দেখে গ্রামবাসী গণপিটুনি শুরু করে। সেখানেই তার মৃত্যু ঘটে। সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ ডাকাত জিয়ার লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে গৃহকর্তা ফিরাতুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, জিয়া শুধু ডাকাত দলের সর্দারই নয়, সে এলাকার চরমপন্থী দলের শীর্ষ সন্ত্রাসী। তার নামে সদর ও মুজিবনগর থানায় একাধিক মামলা আছে।