দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা প্রত্যখান করে ১৮ দলীয় ডাকা ৭২ ঘন্টা অবরোধের সংঘর্ষে নিহত নেতা-কর্মীদের স্মরণে গায়েবানা জানাযা করেছে মেহেরপুর ১৮ দলীয় জোট। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর টাউন হল প্রাঙ্গনে এ জানাযা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম সহ জামায়াত ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা জানাযায় অংশ গ্রহন করেন। এর আগে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ আমিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা জমায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন, সদর উপজেলা আমির রহুল আমিন, পৌর বিনপির সবাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।