গাছ কেটে সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে মেহেরপুর ১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন সহ ১৮ দলীয় জোটে ১২শত নেতা কর্মিরা নামে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে মেহেরপুর সদর থানায় পৃথক ৪ টি মামলা করে পুলিশ।
মেহেরপুর সদর থানা সূত্র জানায়,এসআই মিজানুর রহমান বাদী হয়ে সাবেক এমপি মাসুদ অরুন সহ ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩শ,এসআই দুলু বাদী হয়ে বুড়িপুতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সহ ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শ,এসআই আকবর আলী বাদী হয়ে বিএনপি নেতা আলিহীম সহ ২০জনের নাম উল্লেখ করে আরো ৩শ,এসআই ইকবাল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা সাহাবুদ্দীন সহ ২০ জনের নাম উল্লেখ করে ৩শত ১৮দলের নেতা কর্মির নামে পৃথক ৪ টি মামলা করেছে।
মামলায় বিষয় টি নিশ্চিত করেছে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম।